বিজনেস টিপস

২০০০ টাকায় ৫টি ব্যবসা আইডিয়া

২০০০ টাকায় ব্যবসা কি আদৌ সম্ভব! এরকম প্রশ্ন, আমাদের ওয়েবসাইটে অনেকেই করে থাকেন। সত্যি কথা বলতে, আপনি যদি সত্যিকার অর্থ, উদ্যোক্তার চিন্তা-চেতনা লালন করেন তাহলে সম্ভব। রকমারি ডম কমের মালিক তো তার ব্যবসা শুরু করেছিল মাত্র ৫ হাজার টাকা দিয়ে।

এখন, আপনার পুঁজি কম। ২০০০ -৩০০০ এর বেশী পুঁজি দিয়ে ব্যবসায় শুরু করার সামর্থ্য নেই, কিন্তু ব্যবসা করার প্রবল ইচ্ছা আছে। তাহলে, লেখাটি আপনার জন্য। এটা সত্য, ব্যবসা করতে বেশী পুঁজির দরকার হয়। তবে এটা সত্য, ব্যবসা করার জন্য দরকার দক্ষতা, দৃঢ় মানসিকতা ও সৃজনশীলতা। আপনার যদি পরের ৩টা থাকে তাহলে, শুরু করে দিতে পারেন ২০০০ টাকায় ব্যবসা।

বাংলাদেশে ব্যবসায় লাভজনক একটা ইনকাম সিদ্ধান্ত। তবে সেটা নির্ভর করে, আপনি কি ধরনের ব্যবসায় শুরু করছেন, তা ভোক্তার কাছে সহজলভ্য এবং অধিক চাহিদা সম্পন্ন কিনা। কি রকম জিনিস বা পণ্যের প্রতি ভোক্তার চাহিদা কখনই শেষ হবেনা, এমন ব্যবসা সাধারণত প্রচুর লাভজনক হয় ,এবং ভবিষ্যতে সম্প্রসারণ হয়। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে চায়, নিজের বিজনেস শুরু করতে চায়। কিন্তু পুঁজি কম থাকায় নিজের স্বপ্ন পূরণ করতে পারছেনা।

২০০০ টাকায় ব্যবসা আইডিয়া

অনেক অনেক ব্যবসায় রিলেটেড আর্টিক্যাল, ভিডিও দেখেও অনেক বেকার, স্টুডেন্টরা বুঝতে পারছেনা কি নিয়ে ব্যবসায় করবেন যা লাভজনক হবে আবার স্বল্প পুঁজিতে শুরু করা যাবে। একেক সময় একেক আইডিয়া ঘুরছে মাথায়, কিন্তু কোনোটাই করতে পারছেনা স্বল্প পুঁজির কারণে। মানুষ সৃজনশীল প্রাণী, চাইলেই অনেক কিছু করা সম্ভব তার দ্বারা। কিছু কছু সময় আমি হতভম্ব হয় যাই কিভাবে কিছু সংখ্যক মানুষ অল্প পুঁজি কাজে লাগিয়ে অনেক লাভজনক ব্যবসায় দাড়া করিয়ে ফেলে।

কিন্তু সবকিছুর শুরুতেই লাগে সঠিক আইডিয়া ও গাইডলাইন। যার মাধ্যমে একজন বুঝতে পারে তার ঠিক কোন কাজটা করা উচিত, তাতে কতো খরচ, কিভাবে শুরু করবে, কসে তার ইন্টারেস্ট, কোন বিষয়ে লাভ হওয়র সম্ভাবনা আছে। আশা করি আমার এই আর্টিক্যাল আজ আপনার সমস্যা সমাধান করবে। প্রথমে ২০০০ টাকায় ব্যবসা করা যায় এমন কিছু চমৎকার ব্যবসা আইডিয়া দেই।

  • ঝাল মুড়ি বিক্রি
  • আচার বিক্রি
  • বাদাম-বুট বিক্রি
  • ছোলা বিক্রি
  • সরবত বিক্রি
  • ফ্লাস্কে করে চা-কফি বিক্রি
  • ফুসকা/চটপটি ব্যবসা
  • পপকর্ন
  • ভাজাপোড়া যেমন: সিঙ্গারা, পিয়াজু ইত্যাদি
  • কাচাবাজার
  • পিঠা বিক্রি

কোন ব্যবসাকে ছোট করে দেখবেন না, ফুটপাতে ব্যবসা করেই আজাদ প্রডাক্টস কিংবা আকিজের মত বড় বড় শিল্পপতি তৈরি হয়েছে। ২০০০ টাকায় ব্যবসা হোক কিংবা ২ হাজার কোটি টাকা, আপনি যদি ব্যবসা না করতে পারেন, তাহলে, হাজার কোটি টাকা দিয়েও সফল হতে পারবেন না।

এতক্ষনতো ফুটপাতের ব্যবসা করার কথা বললাম, এবার কিছু স্মার্ট ব্যবসা আইডিয়া নিয়ে কথা বলি। এইগুলোও ২০০০ টাকায় ব্যবসা আইডিয়া।

১. স্ক্রীন এন্ড হেয়ার কেয়ার বিজনেস আইডিয়া

আর্টিফিশিয়াল ক্রিম, সাবান এসবের থেকে আজকাল সবার হোম-মেইড স্কীন কেয়ারের প্রতি ঝোঁক প্রচুর। কারণ এতে কোনও সাইড-ইফেক্ট থাকেনা। স্কীনের বিভিন্ন রকম সমস্যার কারণে প্রায় সব মেয়েই বিভিন্ন রকমের রেমেডি বা স্কীন কেয়ারের সন্ধান করে। আর চুল পড়া?

এতো সব মানুষেরই এক বিশাল দুশ্চিন্তার কারণ। আপনি যদি ঘরের তৈরি হেয়ার ফল ওয়েল বিক্রী করে একবার মার্কেট-প্লেসে নিজের পরিচয় বানাতে পারেন, লাইফটাইম এই বিজনেস লাভজনকভাবে চাতে পারবেন। আপনি যদি এমন ব্যবসায় শুরু রতে চান আমি বলব এটি একটি প্রচুর লাভজনক ব্যবসায়।

  • আপনার শুধু ছোটোখাটো রেমেডি সংগ্রহ করতে হবে যা আপনি পাইকারিতে ২০০০ টাকায় পেয়ে যাবেন।
  • আর একটি ফেসবুক পেইজ খুলতে হবে। যার মাধ্যমে নিজের প্রোডাক্ট পরিচিতি করবেন। ফেসবুকে অনলাইন ব্যবসা করার নিয়ম কানুন
  • ব্যবসায় শুরুর পুঁজি: ১০০০-২০০০ টাকা
  • আনুমানিক লাভ দৈনিক: ৪০০০ -৫০০০ পর্যন্ত বা তার বেশী।

২. চায়ের পাতার ব্যবসায় আইডিয়া

খোলা চায়ের পাতা পাইকারিতে কম দামে যেকোনো পাইকারি দোকানে বা ডিলারের কাছে পেয়ে যাবেন। চা পাতার পাইকারি বাজার কোথায় আছে? এই লেখাটি পড়লে চা পাতার পাইকারি বাজার সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। বাংলাদেশী মানুষ চা খায় না, এটা সম্ভবই না। এ দেশের ৯৯ % মানুষই চা পাগল। তাই চা পাতার চাহিদা প্রচুর। ২০২৫ সাল নাগাদ বাংলাদেশ সরকার চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ১৪ কোটি কেজি।[১]

চা পাতা কিনে তা প্যাক করতে ২৫ গ্রাম ১টাকা করে খরচ হবে। আপনি এই ব্যবসায় প্রথমে শুধু মাএ ২০০০ টাকা পুঁজি ইনভেস্ট করেই শুরু করতে পারবেন। বর্তমানে অনলাইন বিজনেসের প্রচলন অনেক বেশী। তাই আপনি ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি শুরু করতে পারেন। পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণ করতে পারেন।

  • ব্যবসায় শুরুর পুঁজি: ২০০০ টাকা
  • আনুমানিক লাভ দৈনিক : প্রথম দিকে ৩০০০ পর্যন্ত বা তার বেশী।

৩. মাস্কের ব্যবসা আইডিয়া

বর্তমানের পরিস্থিতিতে মাস্ক অনেক চাহিদা সম্পন্ন। এটি নিয়ে ব্যবসায় করলে অনেক তাড়াতাড়িই আপনি ব্যবসায় করে নিজের পায়ে দাড়াতে পারবেন। সার্জিক্যাল মাস্ক পাইকারি দামে ২টাকা থেকে ২০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

কাপড়ের ডিজাইনড্ মাস্ক আপনি নিজে বানিয়ে বিক্রি করতে পারেন। বর্তমানে মাস্ক মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে তা যদি একটু ডিজাইনে-বল হয় কে না পছন্দ করবে। আপনি ইউ টিউব হতে এর উপর ভালো ধারনা নিতে পারবেন।

  • ব্যবসায় শুরুর পুঁজি: ২০০০ টাকা বা তারও কম
  • আনুমানিক লাভ দৈনিক: প্রথম দিকে ২০০০ পর্যন্ত বা তার বেশী।

৪. আর্ট এন্ড ক্রাফটস ব্যবসা আইডিয়া

ঘর সাজানোর জন্য বা কাউকে তার বার্থডে, এনেভার্সি, যেকোনো উৎসবে ক্রাফটস বক্স, কার্ড গিফট করতে পছন্দ করে অনেকেই। আপনি এই টপিক নিয়ে ব্যবসায় করতে পারেন কম পুঁজিতেই।

নিজের কষ্টের পুঁজি ইনভেস্ট করার আগে অবশ্যই এ বিষয়ে ভালো ধারনা নিয়ে নিবেন। ভালো ওরগনাইজড না হলে এই জিনিসগুলোতে লাভ করতে পারবেননা। যাদের নতুন জিনিস বানাতে এবং ক্রাফটিং এর উপর ইন্টারেস্ট আছে তাদের জন্য বেস্ট বিজনেস আইডিয়া এটি। ক্রাফটস করার যেকোনো জিনিস পাইকারিতে অনলাইনে alibaba তে ভালো দমে পেয়ে যাবেন। আলিবাবা থেকে পণ্য ক্রয় করার উপায়। এ ছাড়া নিউ মার্কেট এসবের জন্য ভালো একটা সোর্স।

  • ব্যবসায় শুরুর পুঁজি : ২০০০ টাকা
  • আনুমানিক লাভ দৈনিক : প্রথম দিকে ৫০০০-৭০০০পর্যন্ত বা তার বেশী

৫. অনলাইন পুরানো বই বিক্রি

বই কখনই পুরানো হয়না মানুষের কাছে। সবাই বই পড়তে ভালোবাসে। সেটা হোক উপন্যাস, গল্প বা পড়ার বই। বই বিক্রয়ের জন্য আপনি ফেসবুক গ্রুপ অথবা একটি পেইজ খুলতে পারেন। প্রচুর মানুষ বই পড়ে ও কিনতে ভালোবাসে। অনেকেই নতুন বই কিনতে সক্ষম হয় না তাই পুরানো বই কিনে বই পড়ে।

যেসব পুরানো বইয়ের চাহিদা বেশি:

  • বিভিন্ন ক্লাসের গাইড বই।
  • কলেজ-বিশ্ববিদ্যালয়ের বই।
  • বিসিএস এবং সরকারী চাকরির জন্য বই।
  • গল্প-উপন্যাসের বই।
  • ডিকশনারি ইত্যাদি।
  • আপনি বিভিন্ন এলাকার ভাঙ্গারি এবং পুরতান জিনিসপত্র কিনে এরকম দোকান ও হকারদের সাথে যোগাযোগ করে বই সংগ্রহ করতে পারেন। এছাড়া, বিক্রয় ডট কম, Puranliabrary.com বা নিউ মার্কেটে খুবই কম দামে আপনি পুরানো বই সংগ্রহ করে পারবেন।
  • অথবা নিজের পুড়ানো বইও বিক্রি করতে পারেন। এছাড়া, আপনার নিজের সাইটে বই বিক্রির পাশাপাশি, পুরান বই কেনারও একটি অপশন রাখতে পারেন।আপনি এই কাজটি নিজের একটি ফ্রি ওয়েবসাইট ব্লগার ডট কমের মাধ্যমেও খুলে এই ব্যবসায়টি করতে পারবেন।

ব্যবসায় শুরুর পুঁজি : ২০০০ টাকা
আনুমানিক লাভ দৈনিক : প্রথম দিকে ৩০০০-৫০০০পর্যন্ত বা তার বেশী

পরিশেষে

আমরা এখানে চেষ্টা করেছি শুধু মাত্র ব্যবসায়ের আইডিয়া দেয়ার। কিভাবে করবেন বা এর লাভ লোকসানের হিসাব আপনার নিজেরই করতে হবে। তবে আমাদের ব্যবসায়ের দিক নির্দেশনার ক্যাটেগরির লেখাগুলো পড়তে পারেন। এই লেখাগুলো আপনাকে ব্যবসা করতে সহায়তা করবে।

সূত্র:

১. https://www.bbc.com/bengali/news-57364046

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!