বিজনেস টিপস

কিছু হালাল ব্যবসার আইডিয়া

একজন মুসলমান উদ্যেক্তার প্রথম জানার বিষয় হলো হালাল ব্যবসা। ইসলামে একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে। সুতরাং, হালাল ব্যবসা সম্পর্কে আইডিয়া থাকা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি।

হালাল ব্যবসা ধারণা এসেছে ইসলামী শরীয়াহ থেকে। কারণ, কোন ধরণের ভালো সার্ভিস মূলত নির্ভর করে পণ্যের প্রয়োজনীয়তা, পণ্যের মান, পণ্যের চাহিদা এবং কতটুকু হালাল হবে তার উপর। কার্যক্ষমতা+উৎপাদনশীলতা+মুনাফা+হালাল হল এই ব্যবসায়ের মূলনীতি।

মুসলিম উম্মাহ এবং সমগ্র মানবজাতির জন্য এই ব্যবসা প্রচলিত। এই ব্যবসা পরিচালনা করতে হলে আপনার প্রয়োজন হতে পারে ইসলামিক এবং ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান। ব্যবসায়ের এই ধরণের ক্ষেত্রে মুনাফা+আল ফাতহ কাজ করে থাকে। মূলত গ্রাহকরা, কর্মচারী, সংগ্রাহকরা, মালিক, কমিউনিটি, মুসলিম উম্মাহ সমূহ অংশীদারি-ত্ব গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে।

হালাল ব্যবসা

ব্যবসায় উদ্যোগ

ব্যবসায় উদ্যোক্তা ধারণাটি মূলত পুরোপুরি যেকোনো দেশের আইন এবং মূলধনের উপর নির্ভর করে গড়ে উঠেছে। গতানুগতিক ব্যবসা মূলত, কিভাবে মানুষ মুনাফা অর্জন করতে পারে, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। কার্যক্ষমতা+উৎপাদনশীলতা+যে কোন উপায়ে অতিরিক্ত মুনাফা অর্জন করাটাই গতানুগতিক ব্যবসায়ের মূল লক্ষ্য।

অন্যদিকে হালাল ব্যবসা তার অসাধারণ কিছু গুণাবলি ও বৈশিষ্ট্যে জন্য নিজেকে অন্যদের তুলনায় আলাদা করে রেখেছে। শরীয়াহ মোতাবেক সেই সকল গুণাবলিসমূহ আলাদা করে তুলে ধরা হল।

হালাল ব্যবসা বৈশিষ্ট্য

১. তাকওয়া

আল্লাহকে ভয় করা এবং দোষগুণ সকল কিছু মহান আল্লাহ তা’য়ালা দেখছেন, সেই ধারণার উপর প্রতিষ্ঠিত হল হালাল ব্যবসা। অন্তর থেকে এই বিশ্বাস করতে করতে হবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে তা কাজে লাগাতে হবে।

ইসলামে গ্রহণযোগ্য নয়, ব্যবসায়ে এমন কোন কিছু করার অনুমতি প্রদান করে না। মহান আল্লাহ তা’য়ালা নির্ধারিত যে পথে হালাল-ভাবে আয় করা যায় শুধুমাত্র সেই পথেই এই হালাল ব্যবসা পরিচালনা করতে হবে।

সূত্র: মুসলিম, মিশকাত হা/১৬০৭, ২৭৯৩।

২. সালাত

উদ্যোক্তাদের অবশ্যই ইসলামের অনুসারী হতে হবে। আমাদের প্রিয়-নবী হযরত মুহাম্মদ (সা:) নিজেও একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং হালাল ব্যবসা করতেন।

মূলত সালাতের পর পরই ব্যবসা সংক্রান্ত যেকোনো বিষয় সামনে চলে আসে। ব্যবসায়ের আগে সকল ধরণের ইবাদাতকে অগ্রাধিকার দিতে হবে, বিশেষ করে ফরয ইবাদাত।

সূত্র:সুরা : নুর, আয়াত : ৩৭

৩. সত্যবাদিতা

হালাল ব্যবসায়ী সব সময় তাদের গ্রাহকের সাথে সত্য কথা বলে। কারণ, নীতিবান এবং সত্যবাদী ব্যবসায়ীরা শেষ বিচারের দিন শহীদের সাথে অবস্থান করবেন।

সূত্র: বুখারী, হা/২০৭৯; মুসলিম হা/১৫৩২

৪. পরোপকারী

ব্যবসায়ের মধ্যমে সমাজে উন্নয়ন, অনুমতি ইসলাম প্রদান করে থাকে। অন্যদিকে হালাল ব্যবসায়ীদের সেই সমাজ গঠন করার নিমিত্তে কাজ করে যাওয়ার কথা ব্যক্ত করা হয়েছে।

মুসলিম ধর্মাবলম্বীদের যাকাত প্রদান করা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি। তাই হালাল ব্যবসায়ী নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যে, যাদের মধ্যমে সমাজের উন্নতি সাধন হবে এবং সমাজের উপকার হবে।

সূত্র: সুরা নিসা : ২৯

৫. শরীয়াহ জ্ঞান

একজন হালাপ্রেনীয়রশিপ ব্যক্তি হতে হলে, যতগুলো গুণাবলীতে নিজেকে গুণান্বিত করতে হবে তাদের মধ্যে অন্যতম হল যে মা-কাসিদ আল শরিয়াহ সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা। হালাল আর তৈয়ে-বান এবং ইসলামে অনুশাসনের জ্ঞান থাকা প্রয়োজন।

উদাহরণস্বরূপ বলা যায় যে, হালাল কনসেপ্ট একটি ধারা যা মূলত প্রোডাকশন, লজিস্টিক, প্যাকেজিং, স্টোরেজ এবং অন্যকিছু ধারণার উপর বিদ্যমান থাকে। যাইহোক একজন হালাল ব্যবসায়ী হতে হল আপনার ব্যবসায়ের মধ্যে ইসলামের পূর্ব জ্ঞান থাকা উচিত।

সূত্র: সূরা জিন: ২৬, ২৭

এছাড়া, হালাল ব্যবসায়ের ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে:

  • পণ্য যেন হালাল হয়।
  • ওজনে কম দেয়া যাবে না ও প্রতারিত করা যাবে না।
  • বিক্রিত মাল ফেরত নেয়ার বিধান রাখতে হবে।
  • সুদ মুক্ত লেনদেন থাকতে হবে।
  • ভেজাল পণ্য ও ত্রুটি যুক্ত পণ্য বিক্রি করা যাবে না। পণ্যে ত্রুটি থাকলে আগেই বলে দিতে হবে।
  • কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। ইত্যাদি আরও অনেক বিষয় রয়েছে।

হালাল ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়ের সুযোগ

ইসলামের জ্ঞানকে পরিস্ফুটিত করা ও অর্থনীতিতে অবদান রাখার ক্ষেত্রে, ইসলামে ব্যবসাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। মূলত হালাল ব্যবসা, ইসলামী অনুশাসন মেনে, ইসলামী জীবন-ব্যবস্থায় মহান আল্লাহর দেওয়া বিধি মোতাবেক সমাজের অর্থনৈতিক খাতে অবদান রাখার একটি অন্যতম ক্ষেত্র।

হালাল বিজনেস উদ্যোগ কোরআন মোতাবেক ব্যবসা পরিচালনা করে রসূল (সা:) এর দেওয়া উপদেশকে কাজে লাগানোর একটি কৌশল। বর্তমানে হালাল ইন্ডাস্ট্রির বিভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের এর, এক বিশেষ জরিপ ২০১৮ সালে অনুষ্ঠিতব্য রিপোর্টে আলোকপাত করা হয়ে যে ,বর্তমান সময়ে বাজার ব্যবস্থাপনার আলোকে বাজারের মূল্য প্রায় ৪.৭ ট্রিলিয়ন। ২০২৪ সাল নাগাদ এই মূল্য আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ ধারণা করেছেন।

ইসলামী স্ট্যাটিস্টিক্স মতে, হালাল ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সেক্টরের মধ্যে অন্যতম হল যে, ইসলামী ফ্যাশন, মিডিয়া এবং রিক্রিয়েশন, মুসলিম ফ্রেন্ডলি ট্যুরিজম, হালাল ফার্মাসিটিকুউলস এবং হালাল কসমেটিক্স।

হালাল ব্যবসা আইডিয়া

১. হালাল ফুড

গ্লোবাল ইসলামিক ইকোনোমিক ২০১৯/২০ এর এক রিপোর্টে বলা হয় যে, মুসলিমরা হালাল ফুড এবং বেভারেজ উপর ২০১৮ সালের দিকে ১.৩ বিলিয়ন অর্থ খরচ করেছে। যা ২০২৪ সালের দিকে ১.৯ বিলিয়নের দিকে উন্নতি হতে পারে বলে ধারণা করা হয়। বর্তমানে হালাল ফুড এবং বেভারে-জ মার্কেটে দিন দিন উন্নত হচ্ছে।

যা হালাল ফুড, হালাল বেভারেজ এবং হালাল মাংশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সারাবিশ্বের মধ্যে উৎপাদিত ৪৫,০০০ টন খাবারের মধ্যে শুধুমাত্র ১০ ভাগ খাবার হালালের পর্যায়ে পরে থাকে। মূলত সাপ্লাই এবং অন্যান্য সেক্টরের ক্ষেত্রে এই বিষয়টি বেশি নজর কেড়ে থাকে।

তাই হালাল ব্যবসায় উদ্যোক্তাদের এই সেক্টরে নিজেদের একটি প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। তারা এই সেক্টরে হালাল খাবার, ব্যবহারের এনে এই ব্যবসাকে নিজেদের করে নেবার এক ধরণের সুযোগ রয়েছে।

এই সুযোগটি মূলত হালাল, অর্গানিক এবং স্বাস্থ্যকর খাবার, বেবি ফুড, অনলাইন রেস্টুরেন্ট বুকিং, রিটেল কমার্স এবং হোল-সেল মার্কেট তাদের পণ্য সমূহ সরবরাহ করতে পারে। এই যেমন, বর্তমানে খেজুর, কালোজিরা, ত্বীন ইত্যাদি খাবারের ব্যপক চাহিদা রয়েছে।

২. ইসলামী ফ্যাশন

মুসলিম মিলিনিয়রদের এই সেকশনে নিজেদের অবস্থান তৈরি করার একটি বেশ সম্ভাবনা রয়েছে। ২০১৮ সালে ইসলামী ফ্যাশনের ২৮৩ বিলিয়ন ডলার বাজার মূল্য নির্ধারিত হয়। সেই সাথে ২০২৪ সাল পর্যন্ত এই টার্গেট ৪০২ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হয়।

উদ্যোক্তাদের এক ধরণের সুযোগ রয়েছে এই সেক্টরে নিজের পণ্যসমূহের মাধ্যমে নিজের একটি শক্ত অবস্থান গড়ে তুলতে পারার ক্ষেত্রে। ফ্যাশন ডিজাইন কি? কিভাবে ফ্যাশন ডিজাইনার হবেন? এই লেখাটি পড়লে জানতে পারবেন।

“Follow this” নাম এ একটি জনপ্রিয় ওয়েব-সিরিজ রয়েছে, যে ওয়েব-সিরিজের এর মাধ্যমে, কিভাবে একটি শ্রমিক পোশাক তৈরি করে নিজের ভাগ্য বদল করার বহু কৌশল তুলে ধরা হইছে।

৩. মিডিয়া ও রিক্রিয়েশন

হালাল মিডিয়া ও রোয়েক্রিয়েশান মূলত মুসলিমদের উপযোগী কন্টেন্ট নির্বাচনকে প্রাধান্য দিয়ে থাকে। (GIE) এর ২০১৯/২০ রিপোর্টের আলোকে বলা যায় যে, মুসলিমরা তাদের সেক্টরে ২৮৩ মিলিয়ন অর্থ খরচ করে এবং ২০২৪ সাল নাগাদ তা ৪০২ মিলিয়ন তাকে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

ওআইসি মুসলিমদের উপযোগী নানান ধরণের কন্টেন্ট ক্রিকেট করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। হালাল ইন্ডাট্রির এ সেক্টরটি মুসলিমদের টার্গেট করে তৈরি করা হয়ে থাকে।

একটি গবেষণায় দেখা গিয়েছে যে, ৫৪ ভাগ মুসলিম এর বয়স ৩০ এর নিচে। সৌদি আরবে ১৮ সাল অবধি সিনেমা হল নিষিদ্ধ ছিল। তাই সাংবাদিক, এডিটর, ডিজাইনার, প্রেজেন্টার, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের ক্যারিয়ার গঠন করার এক ধরণের বিরাট সম্ভাবনা রয়েছে।

৪. মুসলিম ফ্রেন্ডলি ট্যুরিজম

বিশ্বব্যাপী মুসলিমরা ২০১৮ সালের হিসাব মতে প্রায় ১৪৯ বিলিয়ন টাকা খরচ করে থাকে। ২০২৪ সাল নাগাদ আরও প্রায় ২২৪ বিলিয়ন অর্থ খরচ করতে পারে।

অন্যদিকে সারা বিশ্বে মুসলিম ট্রাভেলের সংখ্যা দিন দিন বাড়ছে। ২০২০ সালে প্রায় ১৫৬ মিলিয়ন হয়েছিল যা ২০১৭ সালের দিকে শুধুমাত্র ১২১ মিলিয়ন ছিল।

সাপ্লাই চেইনের এর কারনে এই ঊর্ধ্বগতি সাধিত হয়। মুসলিম ট্রাভেলারদের চাহিদা মূলত, ধর্মীয় নিয়মনীতির আলোকে অবসর সময়, হেলথ, খাবার, বিনোদন সম্পন্ন ট্রাভেল।

অন্যদিকে সাপ্লাই চেইন ট্রান্সপোর্ট, একোমোডেশন, ফুড এবং বেভারে-জ ট্রাভেল এজেন্সি, এট্রাকশন এবং এক্টিভিটিস এর উপর নির্ভর করে থাকে। মুসলিম ফ্রেন্ডলি ট্যুর গাইড এবং বাকি যা যা আছে তার উপর নির্ভরশীল থাকে।

এই ধরণের ব্যবস্থাপনা মুসলিমরা ট্রাভেল এর ক্ষেত্রে নির্ধারণ করে থাকে। তাই, উদ্যোক্তাদের এই সেক্টরে এক ধরণের সুযোগ রয়েছে, নিজেরদের ক্যারিয়ারকে বুস্ট আপ করার।

৫. হালাল ফার্মাসিটিউকলস

২০১৮ সালের হিসেব মতে, হালাল ফার্মাসিটিকিউসের ভ্যালু ছিল প্রায় ৯২ মিলিয়ন এবং ২০২৪ সাল নাগাদ তা বেড়ে দাঁড়ানোর সম্ভাবনা ছিল প্রায় ১৩৪ বিলিয়ন ডলারে। এই ক্ষেত্রটি দিন দিন বড় হচ্ছে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য এই সেক্টরটি তেমন একটি সীমিত নয়।

হালাল ফার্মাসিটিকিউলসের এর মূল উদ্দেশ্য হল যে, এফিসিয়েন্সি, কোয়ালিটি, সেফটি এবং হাইজেনিক ফেক্টরসমূহ। ঔষধের পাইকারী ব্যবসা করার কৌশল এই লেখাটি একবার পড়ে নিতে পারেন।

হালাল ফার্মাসিউটিক্যাল এর প্রতি, নন মুসলিমদের এক ধরনের ক্রেজ থাকে। কারণ সঠিক কোয়ালিটি ম্যান্টইইন করা হয়ে থাকে এই সেক্টরে। তাই বর্তমানে হালাল ফার্মাসিটিউক্যাল ইন্ডাস্ট্রিতে একটি বেঞ্চ-মার্ক হয়ে উঠেছে।

বর্তমানে এ সেক্টর টিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে মালয়েশিয়ান বিভিন্ন ধরণের ফার্মাসিটিউক্যাল কোম্পনীসমূহ। যারা সামনে থেকে বিভিন্ন ধরণের ওষুধ তৈরি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।

সূত্র: Man SA, Pauzi N. The implication of differences in halal Standard of Malaysia, Indonesia, Brunei, and Singapore. The Journal of Muamalat and Islamic Finance Research. 2017;204(5775):1-4

হালাল কসমেটিকস

হালাল কসমেটিকস এবং পার্সোনাল কেয়ার সামনে থেকে হালাল ইন্ডাস্ট্রিগুলোকে নেতৃত্ব দিচ্ছে। ২০১৮ সালের জরিপ মতে, মুসলিমরা হালাল কসমেটিকস উপর ৬৪ বিলিয়ন অর্থ খরচ হয়েছে এবং ২০২৪ সালের দিকে দিকে তা ৯৫ ভাগ বেড়ে যাওয়ার সমভবনা রয়েছে।

এই ইন্ডাট্রি মূলত মূলত পার্সোনাল কেয়ার ,কালার কস্মেটিক্স ,এবং সুগন্ধি যুক্ত পণ্যসমূহ বিদ্যমান থাকে। অন্যদিকে এই সকল প্রোডাক্ট হেয়ার কেয়ার, ফেস কেয়ার, স্কিন কেয়ার ও বিউটি কেয়ার প্রোডাক্ট অন্তর্ভুক্ত থেকে থাকে।

উদ্যোক্তারা খুব সহজে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে, এই খাতে নিজের মার্কেট গঠন করে তুলতে পারে। শুধুমাত্র কোন শপের মাধ্যমে তা করা যে সম্ভব তা কিন্তু নয়। বরং শপ ছাড়াও আপনি ই-কমার্স সেক্টর এর মাধ্যমে নিজের একটি শক্ত অবস্থান তুলে ধরতে পারবেন।

এই ক্ষেত্রের জন্য হালাল কসমেটিক সার্টিফিকেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কসমেটিকস ব্যবসা করলে কসমেটিকস পাইকারি বাজার কোথায় আছে? এটা জানা জরুরি। তবে আপনি নিজে যদি উৎপাদন করতে চান, সেটা ভিন্ন কথা।

উপসংহার

হালাল ব্যবসায়েল জন্য নিজের ব্যবসা বিস্তার করার ক্ষেত্রে পটেনশিয়াল মার্কেটে খুঁজে বের করা একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পটেনশিয়াল মার্কেটের ক্ষেত্রে হালাপ্রেনীয়রশীপরা টার্গেট করতে পারেন বড় বড় মুসলিম দেশসমূহ কিংবা ওআইসি ভুক্ত দেশ সমূহ।

এক্ষেত্রে মালয়েশিয়া সামনে থেকে নেতৃত্ব দিলেও। আরব আমিরাত,দক্ষিণ আফ্রিকা,কানাডা, আমেরিকা এই ক্ষেত্রে কোন অংশে পিছিয়ে নেই। সুতরাং, বাংলাদেশী হিসাবে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!