কিভাবে ফেসবুক বিজনেস পেজটি আকর্ষনীয় করবেন

বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ অনলাইন বিজনেস গড়ে উঠেছে ফেসবুককে কেন্দ্র করে। দিন দিন অনলাইন বিজনেসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই প্রতিনিয়ত বিজনেসের প্রতিযোগীতা বেড়ে চলছে। প্রতিযোগীতা টিকে থাকার জন্য বিজনেস পেজ টা একটু নতুনভাবে এবং ভিন্নভাবে সাজাতে হবে। যার ফলে বৃদ্ধি পেতে পারে অনাকাঙ্ক্ষিত সেল।বিক্রয় অনেকটা ই নির্ভর করে ফেসবুক বিজনেস পেজের সৌন্দোর্যের উপর।
কিভাবে ফেসবুক বিজনেস পেজটি আকর্ষনীয় করে তুলবেন
প্রোফাইল গুছিয়ে নিন
অনেকে আবার কোনোরকম পেজ খুলেই লাইক বাড়াতে ঝাঁপিয়ে পড়েন। ডেসক্রিপশন, স্লোগান, ঠিকানা, খোলা থাকার সময়, ওয়েবসাইট, ফোন নম্বর, লোকেশন এসব ঠিকঠাক না করলে সেই পেজের প্রচার করবে না ফেসবুক। তাই সময় নিয়ে এসব তথ্য পূরণ করুন। নিজের মতো করে একটি এনিমেটেড বা ভিডিও কাভার যোগ করতে পারলে বেশ ভালো। কোনও ছবি আপলোড করলে সেটার একটা সুন্দর বর্ণনা লিখতে ভুলবেন না। পেজের সবচেয়ে আকর্ষণীয় পোস্টটাকে ‘পিন’ করে রাখুন।
ইউজার নেম
বিজনেস পেজের নাম পছন্দ করার ক্ষেত্রে কিছু টিকস মাথায় রাখতে হবে,
- ছোট ও শুনতে ভাল লাগে এমন নাম।
- বিজনেস এরসাথে প্রাসংগিগ থাকতে হবে।
- জনপ্রিয় কোনা বিজেনেস এর নামের কাছাকাছি যেন না হয়।
- অবশ্যই নামের বিপরীতে ডোমেইন যেন এভাইলেবল থাকে
বিজনেস পেজের নামকে ইউজার নামে হিসেবে সেট করার জন্য চেষ্টা করতে হবে। অনেক সময় ঠিক ভাবে ইউজার নাম হিসেবে সেট করা যায়না, যদি না হয় পাওয়া যায় হালকা মডিফাই করে ইউজার নেম সেট করতে হবে। মনে রাখতে হবে ইউজার নেম যেন ইউনিক এবং স্পেশাল হয় এবং এটাই বিজনেস পেজের আসল আইডেনটিটি হিসাবে গণ্য করা হয়। ইউজার নেমটি যতটা সম্ভব ছোট রাখার চেষ্টা করতে হবে। ইউজার নেম পেজের জন্য খুব বেশি গুরুত্বপূর্ন কারন এটা পেজের ইউ আর এল এ হয়ে থাকে।
লোগো এবং কভার ফটো
লোগো এবং কভার ফটো যেকোন পেজের ভিজিটরদের আকৃষ্ট করে থাকে তাই এমন ভাবে তৈরি করতে হবে যেন দেখলেই ভিজিটর ব্যবসা সম্পর্কে এবং পণ্য বা সেবা সম্পর্কে কিছুটা ধারনা করতে পারে। কভার ফটো কে আরও বেশি সুন্দর করতে হলে স্লাইডার ইমেজ অথবা ভিডিও বানানো যেতে পারে। এইভাবেই পেজের ভিন্নতা আসবে এবং পেজকে আরো আকর্ষনীয় করে তুলবে।
ক্যাটাগরি নির্বাচন
বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে ফেসবুকে বিজনেস পেজ তৈরি করা যায়। তাই সঠিক ক্যাটাগরি নির্বাচন করতে হবে যার উপর নির্ভর করে ফেসবুক বিভিন্ন ধরনের সুবিধা অফার করে থাকে।
কনটাক্ট ইনফরমেশন এবং ডেসক্রিপশন
ছোট এবং আকর্ষণীয় করে বিজনেস পেজের সম্পর্কে ডেসক্রিপশনে লিখতে হবে এমনভাবে লিখতে হবে যাতে ভিজিটর দেখলে বিজনেস সম্পর্কে পরিষ্কার তথ্য পেয়ে যায।
কন্টাক্ট ইনফরমেশন যেভাবে দেওয়া উচিৎ
- একটিভ মোবাইল নাম্বার দিতে হবে যাতে কেউ ফোন করলেই যেন কন্টাক্ট করতে পারে। (হোয়াটসঅ্যাপ নাম্বার) ।
- একটিভ মেইল দিতে হবে যেন কাস্টমাররা মেইল করলে রিপ্লায় পায়।
- ওয়েবসাইট লিংক দিতে হবে যেন কাস্টমার সার্ভিস অথাবা প্রোডাক্ট সম্পর্কে আরো বেশি অবগত হতে পারে ।
- সঠিক এড্রেস খুব গুরুত্বপূর্ণ কারন এটি কাস্টমারের কাছে আরও বিশ্বস্ত্ব করে তুলে।
- ফেসবুক পেইজে সেন্ড মেসেজ একশন বাটন এড করতে হবে
কমার্স ম্যানেজার
ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে কোন প্রডাক্ট সেল করতে হলে অবশ্যই কমার্স ম্যানেজার ফিচার টি ইউজ করতে হবে যার ফলে ফেসবুক বিজনেস পেজ টা আরো আকর্ষনীয় হতে সাহায্য করবে এবং ই-কমার্স ওয়েব সাইট যদি থেকে থাকে তাহলে এটা আরও বেশি সুবিধা প্রদান করে থাকবে।
মেসেজ কাষ্টমাইজড
পেজের ভিজিটর যেন সহজে যোগাযোগ করতে পারে তার জন্য মেসেজিং অপশন টা কাষ্টমাইজড করতে হবে।
- ওয়েলকাম মেসেজ সেট করে দিয়ে রাখা যেতে পারে।
- এওয়ে মেসেজ সেট করে রাখা যেতে পারে।
- অটোমেটেড রেসপন্স সেট করে দেওয়া যেতে পারে।
- ফ্রিকুয়েন্টলি আসক কোশ্চেন এবং কোশ্চেনর উত্তর গুলো সেট করে রাখা যেতে পারে।
আরও পড়ুনঃ কেন একটা এফ কমার্স বিজনেস ফেইল করে- কিছু প্রধান কারন
One Comment