এফ-কমার্স টিপসবিজনেস টিপসমার্কেটিং টিপস

ফেসবুকের মাধ্যমে কিভাবে আপনার ব্যবসার প্রচার করবেন

আসসালামু আলাইকুম। বন্ধুরা! আশা করি সবাই ভাল আছেন। আজকের নতুন আর্টিকেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আর্টিকেল এ আমরা আলোচনা করব ফেসবুক এর মাধ্যমে কিভাবে আপনার ব্যবসার প্রচার করবেন। সুতরাং বন্ধুরা! পুরো আর্টিকেলটি অত্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে পড়ার চেষ্টা করুন। আশা করি আপনাদের অনেক কাজে আসবে।

প্রিয় পাঠকবৃন্দ! যতই দিন গড়াচ্ছে আমাদের জীবন ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন নতুন আকর্ষণ। যার মাধ্যমে আমাদের পথ চলা অনেক সহজ ও সরল হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া সাইটগুলো যেমন- ফেসবুক (Facebook) , টুইটার (Twitter) , ইন্সাটাগ্রাম (Instagram), হোয়্যাটস অ্যাপ (Whats App) ইত্যাদির ভূমিকা অনেক বিশাল।

তবে সাম্প্রতিককালে এসব সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্য ফেসবুক এর জনপ্রিয়তা সবার শীর্ষে অবস্থান করছে। বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফেসবুক এর অসংখ্য ব্যবহারকারী। আর এই আকাশচুম্বী জনপ্রিয়তার একমাত্র কারণ হলো ফেসবুক এর নানামুখী সুবিধা বা সেবাসমুহ।

যেমন আজকাল শুধুমাত্র ব্যক্তিগত আলাপচারিতা বা টাইম পাসের জন্য ফেসবুক ব্যবহৃত হয় না। ফেসবুক এর মাধ্যমে যেমন অনলাইনে আয় উপার্জন করা যায় তেমনই ব্যবসায়িক কাজে ফেসবুক এর কার্যকারিতা বা ভুমিকা সুবিশাল। 

এখন ফেসবুক এর সাহায্যে ব্যবসার প্রচার প্রচারণা বা মার্কেটিং করা খুবই সহজ ও অত্যন্ত ফলপ্রসূ। কেননা ফেসবুক এমন একটি ক্ষেত্র যেখানে প্রতিনিয়ত অসংখ্য মানুষের যাতায়াত ঘটে এবং এখানে প্রায় সকল শ্রেণী পেশা ও বয়সের মানুষের সমাগম ঘটে। তাই ফেসবুকে মার্কেটিং করে ব্যবসার প্রচার প্রসার অত্যন্ত দ্রুত গতিতে একযোগে অনেক মানুষের নিকট পৌঁছে দেয়া যায় এবং এতে করে সময় , পরিশ্রম ও অর্থ সকলই সাশ্রয় হয়। 

তাহলে চলুন আর দেরি না করে জেনে নেই ফেসবুকের মাধ্যমে কিভাবে ব্যবসার প্রচার করবেন। 

উপায় ১ (Facebook Page):  ফেসবুক এর মাধ্যমে ব্যবসার প্রচার ঘটাতে যতগুলো উপায় রয়েছে তাদের মধ্যে ফেসবুক পেজ অগ্রগণ্য। ফেসবুকে বিশাল সংখ্যক জনগোষ্ঠীর সাথে পণ্যের মার্কেটিং এর জন্য ফেসবুক পেজের ব্যবহার বর্তমান সময়ে সবথেকে বেশি।

প্রধানত ফেসবুক এর একটি ব্যবসায়িক পেজের মাধ্যমে কোনো কোম্পানির ব্রান্ডিং ও তার পণ্যের মার্কেটিং করা হয়। এর জন্য প্রথমে ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটি ফেসবুক পেজ ওপেন করতে হয়। এরপর সেই পেজে বিভিন্ন উপায়ে প্রচুর পরিমাণে ফলোয়ার্স বাড়াতে হয়। তারপর পেজে নিয়মিতভাবে কোম্পানির বিভিন্ন নোটিশ , সেবা , পণ্য ও পণ্যের বিবরণী , পণ্যের ছবি ও ভিডিও ইত্যাদি পাবলিশ করার মাধ্যমে ব্যবসার প্রচার ঘটানো সম্ভব হয়। সুতরাং পেজে যত বেশি ফলোয়ার্স থাকবে ব্যবসার প্রসার তত দ্রুত ঘটতে থাকবে। তাই যত বেশি পরিমাণ সম্ভব ফলোয়ার্স বাড়াতে থাকুন।

উপায় ২ (Facebook Group): ফেসবুকে ব্যবসার প্রচার করতে আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ফেসবুক গ্রুপ। বর্তমানে ফেসবুক এ ফেসবুক পেজের মত ফেসবুক গ্রুপও অত্যন্ত জনপ্রিয়। 

ছোট বড়ো যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটি প্রাইভেট গ্রুপ ওপেন করে সহজেই ব্যবসার প্রচার করা যায়। এ জন্য প্রতিষ্ঠানের নামে ফেসবুকে একটি গ্রুপ ওপেন করতে হয়। পরে সেই গ্রুপে মেম্বার এড করতে হয় এবং নিয়মিতভাবে গ্রুপে পণ্য ও এর সার্ভিস সম্পর্কিত নানান আকর্ষণীয় পোস্ট আপলোড করতে হয়। এভাবে গ্রুপে যত বেশি মেম্বার আসবে তত বেশি আপনার পণ্য অর্থাৎ ব্যবসার প্রচার হতে থাকবে।

কীভাবে পেজ বা গ্রুপে ফলোয়ার্স বাড়িয়ে ব্যবসার প্রচার করবেন

ফেসবুক এ ব্যবসার প্রচারের জন্য বেশি বেশি ফলোয়ার্স ছাড়া আর কোনো বিকল্প নেই। কেননা মার্কেটিং এর মূল উদ্দেশ্য হলো পণ্যের পরিচিতি তার গ্রাহকদের নিকট পৌঁছে দেয়া। যার মাধ্যমে গ্রাহক সেই পণ্য ক্রয়ের ব্যাপারে ইন্টারেস্ট দেখাবে। আর ফেসবুক এর ফেন  ফলোয়ার্সরাই হল পণ্যের গ্রাহক বা ক্রেতা। তাই আপনার পণ্য বা প্রতিষ্ঠানের জন্য যত বেশি যত বেশি ফলোয়ার্স ধরে রাখতে পারবেন আপনার ব্যবসার তত দ্রুত ও বড় পরিসরে ঘটতে থাকবে। 

যেভাবে ফলোয়ার্স ধরে রাখবেন:

  • পেজ বা গ্রুপে ফলোয়ার্স ধরে রাখতে মানুষের জন্য উপকারী হয় এমনসব পোস্ট করুন। শুধুমাত্র পণ্য সম্পর্কিত পোস্ট করবেন না। এতে ফলোয়ার্সরা বিরক্তবোধ করতে পারে।
  • বিভিন্ন পোস্টের মাধ্যমে আপনার পণ্যের গুণাগুণ ও ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন পজেটিভ দিকগুলো তুলে ধরুন।
  • পেজে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ও পণ্যের উপর পজেটিভ রিভিউ রাখার চেষ্টা করুন। প্রাথমিকভাবে নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের কাছ থেকে এসব রিভিউ নিতে পারেন।
  • মাঝে মাঝে পেজ এ বিনোদনের ব্যবস্থা করুন। হতে পারে কোনো গেইম অথবা কুইজ। এসব প্রতিযোগিতার জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখতে পারেন।
  • পণ্যের ওপর বিভিন্ন ছাড় ও অফার প্রদান করুন।
  • গ্রাহকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করুন।
  • পেজে বেশি বেশি লাইভ প্রচার করুন।

সুতরাং বন্ধুরা! এভাবে যদি আপনারা আপনাদের পেজ বা গ্রুপে ফলোয়ার্স ধরে রাখতে পারেন তাহলে নিঃসন্দহে ব্যবসার প্রচার তড়িৎ গতিতে চলতে থাকবে।

উপায় ৩ (Link Sharing): ফেসবুকে ব্যবসা দ্রুত প্রচারের জন্য নিজস্ব ব্যবসায়িক পেজ বা গ্রুপের লিংক ফেসবুকের অন্যান্য পেজ বা গ্রুপে শেয়ার করে দিতে পারেন। ফলে ঐ সকল পেজ বা গ্রুপের ফলোয়ার্স আপনার পেজটিও ভিজিট করতে পারবে।

উপায় ৪ (Facebook Ad): ফেসবুক এড বা বিজ্ঞাপন ফেসবুকে ব্যবসার প্রচার ঘটানোর একটি অন্যতম কার্যকর মাধ্যম। ব্যবসার প্রসার ঘটাতে এই পদ্ধতিটি পেইড হওয়া সত্তেও বর্তমানে ফেসবুকে ব্যবসায়ীদের নিকট এটি অধিক গ্রহণযোগ্য। কেননা ব্যবসার প্রচার করতে ফেসবুক এড বা বিজ্ঞাপনের রয়েছে নানামুখী ইতিবাচক দিক। 

তাহলে চলুন এবার জেনে নেই ফেসবুক এড এর মাধ্যমে কেন ও কিভাবে ব্যবসার প্রচার করবেন।

  • ফেসবুক এড বা বিজ্ঞাপন 

হলো অর্থের বিনিময়ে ফেসবুকে পণ্যের ওপর বিজ্ঞাপন প্রচার করা। এর মাধ্যমে ফেসবুকে বর্তমান কোটি কোটি ব্যবহারকারীর নিকট এ বিজ্ঞাপন মুহূর্তেই পৌঁছে যাবে। ফলে এখানে রয়েছে এক বিজ্ঞাপনে ব্যবসার প্রচার কোটি গ্রাহকের নিকট পৌঁছে যাবার সুযোগ। 

  • পণ্যের জন্য নির্ধারিত 

বয়সের গ্রাহকের নিকট পণ্যের প্রচার করতে ফেসবুক এড এর কোনো বিকল্প নেই। একমাত্র ফেসবুক এড এই সেবা প্রদান করে থাকে। যার ফলে সময় ও খরচ দুইই বেঁচে যায় এবং সার্থকতার সাথে ব্যবসার প্রচার করা যায়।

  • ফেসবুক এড এর সাহায্যে 

শুধুমাত্র নির্ধারিত বয়স নয় নির্দিষ্ট শ্রেণীর গ্রহকের নিকটেও পণ্যের বিজ্ঞাপন পৌঁছে দেয়া যায়। যেমন- কারো যদি শাড়ি ও থ্রি পিসের ব্যবসা থেকে থাকে এবং সে চায় তার বিজ্ঞাপন কেবল নারী গ্রাহকের নিকট যাবে তবে সে ফেসবুক এড এর সাহায্যে কেবলমাত্র ফেসবুকে অবস্থিত সকল নারীর অ্যাকাউন্টে তার পণ্যের বিজ্ঞাপন প্রচার করতে পারে। অর্থাৎ তার এ বিজ্ঞাপন শুধুমাত্র নারীদের অ্যাকাউন্টে শো করবে কোন পুরুষের অ্যাকাউন্টে নয়।

তো বন্ধুরা! আশা করি বুঝাতে পেরেছি ফেসবুক এড এর মাধ্যমে কত দ্রুত ও কত বড় পরিসরে ব্যবসার প্রচার করা সম্ভব হয়।

উপায় ৫ (Personal Account): ব্যবসার প্রচারের জন্য ফেসবুকের ব্যক্তিগত অ্যাকাউন্টটিও ব্যবহার করা যেতে পারে। ধরুন আপনার অ্যাকাউন্টে যদি এক হাজারের উপরে ফ্রেন্ড থেকে থাকে তবে বিভিন্ন পোস্টের মাধ্যমে পণ্যের প্রচার এক হাজার মানুষের নিকট পৌঁছে দেয়া সম্ভব একদম বিনা খরচে।

উপায় ৬ (Group Post) :  বর্তমানে ফেসবুকে অসংখ্য ব্যবসা সংক্রান্ত পাবলিক গ্রুপ রয়েছে। অনতিবিলম্বে সে সকল গ্রুপে মেম্বার হিসেবে জয়েন করে নিজস্ব ব্যবসার প্রচার করা যেতে পারে।

সুতরাং সম্মানিত পাঠকবৃন্দ! এতক্ষণ আর্টিকেলটিতে যেসব বিষয় আমি উল্লেখ করেছি সেসব যদি সঠিকভাবে ফলো করেন তবে আপনিও ফেসবুকের মাধ্যমে ব্যবসার প্রচার করতে পারবেন। আশা করি আর্টিকেলটি আপনাদের অনেক কাজে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!